সিংড়ায় বিএনপি নেতা কুপিয়ে আহত: ধানের শীষের প্রার্থী আনুসহ ২০ জনের বিরুদ্ধে মামলা
শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ ২:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নাটোরের সিংড়া উপজেলায় বিএনপি নেতা আবু রায়হান (৪৫) কে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় ধানের শীষের প্রার্থী ও নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে হুকুমের আসামি করে ২০ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
আহত বিএনপি নেতার ছেলে মেহেদী হাসান শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে সিংড়া থানায় এজাহারটি দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, আবু রায়হান সিংড়া উপজেলার ইতালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং হিজলি গ্রামের মৃত অফিজ উদ্দিনের ছেলে। তিনি স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের একজন সমর্থক হিসেবেও পরিচিত। গত বৃহস্পতিবার বিকেল প্রায় ৩টার দিকে তাজপুর ইউনিয়ন এলাকায় ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপি নেতা আবু রায়হানকে কুপিয়ে আহত করার ঘটনায় জেলা বিএনপির সদস্য ও ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে হুকুমের আসামি করে ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
৪২৭ বার পড়া হয়েছে