পটুয়াখালীর প্রবীণ সাংবাদিক জাহিদুল ইসলাম রিপন আর নেই
বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ ৭:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালী উপকূলের প্রবীণ সাংবাদিক, এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি এবং মহিপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম রিপন ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫১ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম রিপন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত বুধবার রাতে পটুয়াখালীর কলাপাড়ায় নিজ বাসভবনে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সাংবাদিকতায় তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আপসহীন ছিলেন।
তাঁর পেশাদারিত্ব ও নৈতিক দৃঢ়তা সহকর্মী এবং নবীন সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনসহ কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব এবং জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
আজ শুক্রবার জুমার নামাজ শেষে কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
৩২৪ বার পড়া হয়েছে