ঝালকাঠিতে ন্যাশনাল ব্যাংক ঋণ খেলাপী: মো. নিয়াজ মাখদুম গ্রেফতার
বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ন্যাশনাল ব্যাংক পিএলসি-র ঋণ খেলাপীর মামলায় সাজাপ্রাপ্ত মো. নিয়াজ মাখদুমকে (৫০) ঝালকাঠি পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তি ঝালকাঠি সদর উপজেলার বাদলকাঠী গ্রামের মৃত আব্দুল মন্নান হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর একটার দিকে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। ঝালকাঠি থানার এসআই নজরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, মো. নিয়াজ মাখদুম ২০১৯ সালের ১ সেপ্টেম্বর ন্যাশনাল ব্যাংক পিএলসি ঝালকাঠি শাখা থেকে ১০ লাখ টাকা ঋণ গ্রহণ করেছিলেন। এই টাকা সুদসহ ২০২০ সালের ৩১ আগস্টের মধ্যে পরিশোধের কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ ২০২৩ সালের ২ মে এন আই অ্যাক্টের আওতায় মামলা দায়ের করেন। মামলা দায়ের করেছিলেন ঝালকাঠি বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার সিধু চন্দ্র হাওলাদার।
আদালত ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি মো. নিয়াজ মাখদুমকে ১০ লাখ ৫০ হাজার টাকা প্রদান এবং এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার নির্দেশ দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
১৭১ বার পড়া হয়েছে