কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও জিরা জব্দ
বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ ১০:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় মদ ও জিরা উদ্ধার করেছে।
দুই দিন ধরে (০৭ ও ০৮ জানুয়ারি) পরিচালিত এসব অভিযানে আনুমানিক ৮৪ হাজার ৫০০ টাকার চোরাচালানী পণ্য জব্দ করা হয়।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১০টায় জয়পুর বিওপির চৌকস টহল দল কলনিপাড়া মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৫২/২-এস থেকে বাংলাদেশে আসা ১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৯ হাজার ৫০০ টাকা।
এর আগে, বুধবার রাতেও মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিজিবি ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করে, যার বাজারমূল্য ৩৬ হাজার টাকা। একইদিন দুপুরে মেহেরপুরের গাংনি উপজেলার কাজীপুর বিওপির আওতাধীন বর্ডার পাড়া মাঠে পৃথক অভিযানে ২৯ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরার আনুমানিক মূল্য ২৯ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন স্টোরে সংরক্ষণ করা হয়েছে, এবং অন্যান্য চোরাচালানী পণ্য কুষ্টিয়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত নিরাপত্তা ও মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। দেশের অভ্যন্তরে অবৈধ পণ্যের প্রবেশ রোধ ও অপরাধ দমনে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১৮৬ বার পড়া হয়েছে