কুষ্টিয়ায় ভোটার সচেতনতায় ভ্রাম্যমাণ চলচ্চিত্র ও মতবিনিময় সভা
বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ ৮:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বহুল প্রত্যাশিত গণভোটকে সামনে রেখে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে মাঠপর্যায়ে তৎপর প্রশাসন ও নির্বাচন কমিশন।
এরই অংশ হিসেবে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ব্যতিক্রমধর্মী প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার তারাগুনিয়া বাজারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনীতে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ ও ফেলানী হত্যাকাণ্ডভিত্তিক প্রামাণ্যচিত্র দেখানো হয়।
এদিকে নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে ইউনিয়ন পর্যায়ে মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রমও অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার (৬ জানুয়ারি) দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী পদ্মার দুর্গম চরাঞ্চলে বিশেষ মতবিনিময় সভা ও প্রচারণা চালানো হয়।
রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়নের মোট ১৭টি ভোটকেন্দ্র এলাকায় আয়োজিত এসব সভায় চরাঞ্চলের ভোটারদের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। ভৌগোলিক প্রতিবন্ধকতা ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে পিছিয়ে থাকা এসব এলাকার মানুষ যেন ভোটাধিকার প্রয়োগে সচেতন হন-সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ। সভায় তিনি ব্যালট পেপারে ভোট দেওয়ার পদ্ধতি, গণভোটের গুরুত্ব এবং নাগরিক অধিকার হিসেবে ভোটের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ইউএনও অনিন্দ্য গুহ বলেন, 'গণতন্ত্রের মূল ভিত্তি হলো মানুষের ভোট। দুর্গম চরাঞ্চলের একজন ভোটারও যেন অজ্ঞতার কারণে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, সে জন্য আমরা সরাসরি মাঠে নেমে কাজ করছি।'
তিনি আরও জানান, ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।
২১৭ বার পড়া হয়েছে