১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট পুনরায় চালু হচ্ছে
বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ ৬:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ ১৪ বছরের বিরতির পর আবারও ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান যোগাযোগ শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে পরীক্ষামূলকভাবে সপ্তাহে দুই দিন সরাসরি ফ্লাইট চালু হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, নতুন ফ্লাইটের কার্যক্রম ৩০ মার্চ পর্যন্ত চলবে এবং এ সময়ের পারফরম্যান্স অনুযায়ী ভবিষ্যতে রুটের স্থায়িত্ব নির্ধারণ করা হবে।
সূত্রের মতে, ফ্লাইট চালুর বিষয়ে বাংলাদেশ ও পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কয়েক মাস ধরে আলোচনার পর সব আনুষ্ঠানিক অনুমোদন ও আকাশসীমা ব্যবহারের স্বীকৃতি পাওয়া গেছে। ২০১২ সালের পর এটি প্রথমবারের মতো সরাসরি ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনা হবে।
বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভ্রমণকারীদের বড় অংশকে দুবাই বা দোহা হয়ে ট্রানজিট ফ্লাইটে যাতায়াত করতে হয়। সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রীদের সময় ও খরচ দুইই অনেক কমবে বলে মনে করা হচ্ছে।
১৫২ বার পড়া হয়েছে