মাগুরায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ ৫:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
মাগুরার মহম্মদপুর উপজেলায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী নারী সাবিনা খাতুন (৩৩) উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামের সৌদি আরবপ্রবাসী মো. শফিকুল ইসলামের স্ত্রী। অভিযোগ অনুযায়ী, সোমবার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তিনি এ ঘটনার শিকার হন।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে সাবিনা খাতুন মহম্মদপুর থানাধীন গোপালপুর গ্রামের মেসবার ইটভাটার মোড় এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন যুবক তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। পরে তাকে সানির মালিকানাধীন একটি মেহগনি বাগানে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে রাত সাড়ে ১১টার দিকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার পর সাবিনা খাতুন বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। মঙ্গলবার দুপুরে তিনি মহম্মদপুর থানায় এসে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর মহম্মদপুর থানার পুলিশ অভিযান চালিয়ে গোপালপুর গ্রামের মোস্তফার ছেলে সানি (২০) ও জাহিদুল ইসলামের ছেলে মো. স্বাধীন (২২)-কে গ্রেপ্তার করে। অপর অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, অভিযোগের ভিত্তিতে দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে ঘটনার বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।
৭০৭ বার পড়া হয়েছে