তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে বড়াইগ্রামে বিএনপির বিক্ষোভ
সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ১২:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোরের বড়াইগ্রামে বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে আওয়ামী লীগের সাবেক এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
সোমবার (দুপুরে) বড়াইগ্রাম থানা মোড় এলাকায় আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক। দেশের কোটি কোটি মানুষ তার নেতৃত্বের দিকে তাকিয়ে রয়েছে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও তারেক রহমান এখন একটি গুরুত্বপূর্ণ নাম।
তিনি আরও বলেন, দেশের মানুষের ঐক্যের প্রতীক হচ্ছেন তারেক রহমান, আর সেই কারণেই তাকে নিয়ে কটুক্তি করা হচ্ছে। এসব অপমানজনক বক্তব্যের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম রনি, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম ও শহিদুল্লাহ সোহেলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে নেতারা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
১৩৪ বার পড়া হয়েছে