রশিদ ছাড়া এলপিজি বিক্রি : মানিকগঞ্জে দুই প্রতিষ্ঠানকে নগদ জরিমানা
সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ১২:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জে এলপিজি গ্যাস বিক্রির সময় ক্রেতাদের রশিদ না দেওয়াসহ নানা অনিয়মের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল। অভিযানে মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে ১ লাখ টাকা এবং মেসার্স রাইয়ান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় কৃত্রিম সংকট সৃষ্টি করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করছিলেন। গ্যাস বিক্রি করা হলেও ক্রেতাদের পাকা রশিদ না দেওয়ায় অনিয়মের বিষয়ে সন্দেহ তৈরি হয়। একাধিক অভিযোগের ভিত্তিতে জেলা শহরের বেওথা ও জরিনা কলেজ মোড় এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে পালিয়ে যায় বলে জানান সংশ্লিষ্টরা। অভিযানের সময় অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রেতাদের রশিদ সরবরাহ না করার সত্যতা পাওয়া যায়।
এ বিষয়ে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, “সরকার নির্ধারিত মূল্যের বাইরে এলপিজি গ্যাস বিক্রির কোনো সুযোগ নেই। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
১৩৩ বার পড়া হয়েছে