শপথ নিতে যাচ্ছেন ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ
সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভেনেজুয়েলার জাতীয় পরিষদে সোমবার শপথগ্রহণ করবেন ডেলসি রদ্রিগেজ, যাকে দেশটির সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছে।
রদ্রিগেজের শপথের মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, যদি তিনি সঠিকভাবে কাজ না করেন, তাহলে তার ফলাফল মারাত্মক হতে পারে। ট্রাম্প মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক কে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেন, রদ্রিগেজ সঠিকভাবে কাজ না করলে তার পরিণতি মাদুরোর চেয়েও বড় হতে পারে।
এর আগে মার্কিন প্রশাসন জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় প্রবেশ করে দেশের অবকাঠামো উন্নয়ন করবে এবং অর্থনৈতিক সহযোগিতায় দেশকে সমর্থন দেবে।
ডেলসি রদ্রিগেজ দীর্ঘদিন ধরে নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ৫৬ বছর বয়সী রদ্রিগেজ আইনজীবী ও কূটনীতিক হিসেবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবেও কাজ করেছেন।
সাম্প্রতিক মন্ত্রিসভা বৈঠকে রদ্রিগেজ তুলনামূলক নরম সুরে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে দেশ এগিয়ে যাবে। এর আগে তিনি স্পষ্টভাবে বলেছিলেন, ভেনেজুয়েলা কখনও কোনো সাম্রাজ্যের উপনিবেশ হবে না।
১৪১ বার পড়া হয়েছে