'আন্তর্জাতিক বাণিজ্যে ভোমরা স্থলবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে'
সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ৭:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ভোমরা কাস্টমস হাউজের প্রথম কমিশনার মোঃ মুশফিকুর রহমান।
তিনি বলেন, স্বচ্ছ ও গতিশীল আমদানি-রপ্তানি কার্যক্রমের মাধ্যমে এই বন্দর জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে ভোমরা কাস্টমস হাউজে কর্মদিবসের প্রথম দিনে আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ভোমরা শুল্ক স্টেশন দীর্ঘ প্রায় ৩০ বছর পর কাস্টমস হাউজে উন্নীত হলো। এ উন্নয়নকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী মহলে নতুন আশার সঞ্চার হয়েছে।
মতবিনিময় সভায় আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতারা ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা, বিশেষ করে ভারতীয় ফল আমদানির ক্ষেত্রে বৈষম্যসহ নানা সমস্যার কথা কমিশনারের নজরে আনেন।
সভায় উপস্থিত ছিলেন আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, কাস্টমস বিষয়ক সম্পাদক জাকির হোসেন মন্টু, প্রচার সম্পাদক আনারুল ইসলাম আনার, বাণিজ্য বিষয়ক সম্পাদক কিনু বিশ্বাস, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পংকজ দত্তসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে ভোমরা কাস্টমস হাউজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় ব্যবসায়িক নেতারা অন্তর্বর্তী সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১২৩ বার পড়া হয়েছে