কুয়াশা কিছুটা কাটলেও কলাপাড়ায় শীতের দাপট, দুর্ভোগে শ্রমজীবী মানুষ
সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ৭:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ঘন কুয়াশার প্রভাব সামান্য কমলেও আকাশ এখনো মেঘাচ্ছন্ন রয়েছে। বেলা গড়ালেও সূর্যের দেখা মেলেনি।
পুরো উপকূলীয় এলাকায় হিমেল বাতাস বয়ে যাওয়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে, যার প্রভাব পড়েছে স্বাভাবিক জনজীবনে।
সোমবার সকাল ৯টায় কলাপাড়ার খেপুপাড়া আবহাওয়া অফিস সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ। ঠান্ডা বাতাস ও শীতের কারণে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।
সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। কাজের সুযোগ কমে যাওয়ায় দিনমজুর, রাজমিস্ত্রি ও খেটে খাওয়া মানুষেরা পড়েছেন অনিশ্চয়তায়।
চরাঞ্চলের বাসিন্দা এবং গভীর সাগরে অবস্থানরত জেলেরাও শীতের কারণে বেকায়দায় রয়েছেন। অনেক হতদরিদ্র মানুষ খড়কুটো ও জ্বালানি জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
এদিকে শীতের প্রকোপ বাড়ায় উপজেলার বিভিন্ন হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
স্থানীয় রাজমিস্ত্রি সগির জানান, 'শীত আর কুয়াশার কারণে টানা তিন দিন কোনো কাজে যেতে পারিনি। এভাবে চলতে থাকলে সামনে কী অবস্থা হবে, আল্লাহই জানেন।'
১৩৩ বার পড়া হয়েছে