পাবনায় পাঁচ আসনের মনোনয়ন যাচাই শেষ, বাতিল ৫ প্রার্থীর কাগজপত্র
রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনার পাঁচটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে এই যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
এদিন যাচাই-বাছাই শেষে মোট ৩২ জন প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে পাবনা-১ আসন (সাঁথিয়া ও বেড়ার একাংশ) থেকে স্বতন্ত্র প্রার্থী সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খায়রুন নাহার মিরু এবং তাঁতিদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হাজী ইউনুস আলী রয়েছেন।
পাবনা-৩ আসন (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) থেকে গণধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা, পাবনা-২ আসন (সুজানগর ও বেড়ার একাংশ) থেকে গণফোরামের প্রার্থী শেখ নাসির উদ্দিন এবং পাবনা-৪ আসন (ঈশ্বরদী-আটঘরিয়া) থেকে স্বতন্ত্র প্রার্থী ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়।
তবে পাবনা-৫ আসন (সদর) থেকে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা জানান, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।
১২৮ বার পড়া হয়েছে