এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৬:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
আজ রোববার (৪ জানুয়ারি) এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।
সকাল ৯টা ১৫ মিনিটে অতিথি ও অংশগ্রহণকারীদের অভ্যর্থনার মাধ্যমে অনুষ্ঠানসূচির সূচনা হবে। সকাল ৯টা ২০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা ও এইউবি পতাকা উত্তোলন করা হবে। এরপর ৯টা ৩০ মিনিটে পায়রা ও বেলুন উড্ডয়নের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে এবং সকাল ১০টায় আলোচনা সভা আয়োজন করা হয়েছে। দুপুর ১২টা ১০ মিনিটে কেক কাটা ও বিতরণ, ১২টা ২০ মিনিটে ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের শেষ পর্বে দুপুর ১টায় মধ্যাহ্ন ভোজের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি টানা হবে।
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
১৪৬ বার পড়া হয়েছে