ইকরা উল কুরআন একাডেমির নবীনবরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ও শিক্ষামূলক পরিবেশে ইকরা উল কুরআন একাডেমীর নবীনবরণ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (সকাল ১০টা) একাডেমী প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে একাডেমীর চেয়ারম্যান আলহাজ্ব ক্বারী মাওলানা আব্দুল বাশিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ আইনুল হক। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমীর পরিচালক হাফেজ মো. শাহাদাত হোসেন। এসময় শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন একাডেমীর মুহতামিম হাফেজ মো. জাহাঙ্গীর আলম।
বক্তারা বলেন, ইকরা উল কুরআন একাডেমীর মূল লক্ষ্য হলো কোমলমতি শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলা। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তারা উল্লেখ করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
১৬০ বার পড়া হয়েছে