মনোহরগঞ্জে শীতার্ত গরীব ও মেধাবী মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ২:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
মনোহরগঞ্জ উপজেলায় শীতার্ত গরীব ও মেধাবী মাদ্রাসা শিক্ষার্থী এবং অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সাংবাদিক সমিতি (মনোহরগঞ্জ উপজেলা শাখা)। শনিবার (৩ জানুয়ারি) দিঘীরপাড় মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম।
ওসি শাহিনুর ইসলাম তার বক্তব্যে বলেন, “মানবকল্যাণে শুধুমাত্র সরকারের নয়, দেশের প্রতিটি নাগরিককেও এগিয়ে আসতে হবে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহের কারণে অসহায় মানুষ কষ্টে জীবন যাপন করছেন। সাংবাদিক সমিতির আজকের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।”
অনুষ্ঠানে তিনি গরীব ও মেধাবী মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে কম্বল ও কলম তুলে দেন। এছাড়া তিনি জানান, “আমি মনোহরগঞ্জ থানায় নবাগত অফিসার ইনচার্জ। আপনাদের সকল ধরনের সমস্যার সমাধান এবং সেবা দিতে আমি সদা প্রস্তুত।”
বাংলাদেশ সাংবাদিক সমিতি মনোহরগঞ্জ শাখার উপদেষ্টা ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি আবু ইউসুফ এর সভাপতিত্বে এবং সিনিয়র সহ সভাপতি আবদুল বাকী মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগ্রাম স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ আবদুল কুদ্দুস হিলালী, উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির সেলিম, স্থানীয় সাংবাদিকবৃন্দ, সমাজসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা জানান, শীতকালে অসহায় শিশু ও সুবিধাবঞ্চিতদের কষ্ট লাঘবে সাংবাদিকরা সবসময় আন্তরিকভাবে কাজ করছেন। মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীরা যাতে শীতে কষ্ট না পায়, তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উক্ত অনুষ্ঠানে মাদরাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা বাংলাদেশ সাংবাদিক সমিতির উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোতামিম মাওলানা সানা উল্লাহ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
শিশুরা কম্বল ও কলম পেয়ে উচ্ছ্বাসিত হয়, আর অসহায়রা কম্বল পেয়ে মুখে হাসি ফোটে।
২০৮ বার পড়া হয়েছে