সারাদেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনের জন্য বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
ঢাকা-২০ ধামরাই: বিএনপির তমিজ উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা
মোঃ রাসেল হোসেন, ধামরাই
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ১:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনের জন্য বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তমিজ উদ্দিন বলেন, “আজ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এটি নির্বাচনের প্রাথমিক একটি গুরুত্বপূর্ণ সাফল্য। এখন আমার লক্ষ্য আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হয়ে ধামরাইকে সন্ত্রাস ও চাঁদামুক্ত গড়ার কাজ করা।”
তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হলে এলাকার জনগণের কল্যাণ ও শান্তি নিশ্চিত করার জন্য সকল প্রচেষ্টা চালাবেন।
১৪৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন