কলারোয়ায় ট্রলি–ইজিবাইক সংঘর্ষে কলেজছাত্রী নিহত
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ১:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মাটিবাহী ট্রলি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সুরাইয়া খাতুন (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলা সদরের বেত্রাবতী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া খাতুন কলারোয়া উপজেলার ছলিমপুর গ্রামের ওজিহার রহমানের মেয়ে এবং কলারোয়া সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে ইজিবাইকে রওনা দেন সুরাইয়া। বেত্রাবতী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি মাটিবাহী ট্রলি হঠাৎ ডান দিকে মোড় নেয়। এতে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির সঙ্গে সংঘর্ষে পড়ে। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলে গুরুতর আহত হন সুরাইয়া।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার, সহপাঠী ও কলেজ শিক্ষকরা গভীর শোক প্রকাশ করেছেন। কলেজে যাওয়ার পথে এমন অকাল মৃত্যুতে শিক্ষাঙ্গনে শোকের পরিবেশ বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, এলাকায় অবৈধ ও নিয়ন্ত্রণহীন যানবাহনের চলাচল বেড়ে যাওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা অবিলম্বে মাটিবাহী ট্রলি ও অবৈধ যান চলাচল বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন হোসেন বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৩০ বার পড়া হয়েছে