চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে তিনজনের মনোনয়ন বাতিল
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৯:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে জাতীয় পার্টির দুই প্রার্থীসহ মোট তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত নেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসেন মাসুদ।
এদিকে, তিনটি আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীসহ মোট ১৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা।
তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. আফজাল হোসেনের মনোনয়নপত্র হলফনামায় ভুল তথ্য দেওয়ার কারণে বাতিল করা হয়েছে। এ আসনে বাকি পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী খুরশিদ আলম বাচ্চুর মনোনয়নপত্র বাতিল করা হয় দলীয় মনোনয়নের মূল কপি এবং দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত ঘোষণাপত্র জমা না দেওয়ায়। এ আসনে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে বিবেচিত হয়েছে।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ঋণখেলাপির অভিযোগে ফজলুল ইসলাম খাঁনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ আসনেও চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা আরও জানান, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আপিল করার সুযোগ পাবেন। আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করা যাবে।
১২৮ বার পড়া হয়েছে