চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজা ও দুই মাদক কারবারি গ্রেপ্তার
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৯:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র্যাবের বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) ভোরে সদর উপজেলার বারঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৫, সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প)।
গ্রেপ্তাররা হলেন বারঘরিয়া এলাকার মৃত নাপা পাগুর ছেলে মো. পটু (৪০) এবং মো. মিনহাজুর রহমান (৩৫)। র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বারঘরিয়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্লাস্টিকের বস্তাও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র্যাব-৫ এর কর্মকর্তারা জানিয়েছেন, মাদকসহ সকল প্রকার অপরাধ দমন কার্যক্রম অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে তাদের অভিযান চলবে।
১২১ বার পড়া হয়েছে