মনোনয়নপত্র বাতিল হওয়ায় আপিল প্রক্রিয়া শুরু করেছেন তাসনিম
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৭:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত দেন।
ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, 'মোট ভোটারের মধ্যে ৪ হাজার ৩০০ জনের স্বাক্ষর প্রয়োজন ছিল, যা ঠিকই ছিল। তবে যাচাইয়ে দেখা গেছে, প্রস্তাবক ও সমর্থকদের মধ্যে ১০ জন ভোটারের মধ্যে মাত্র ৮ জনই ঢাকা-৯ আসনের ভোটার। বাকি দুজন ওই আসনের ভোটার না হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তাসনিম জারার আপিলের সুযোগ রয়েছে।'
এ বিষয়ে তাসনিম জারা ফেসবুকে দেওয়া ভিডিওবার্তায় বলেন, 'আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। যাচাইপর্বে আমার মনোনয়ন গৃহীত হয়নি। আমরা ইতিমধ্যেই আপিল প্রক্রিয়া শুরু করেছি। আমি প্রয়োজনের চেয়ে বেশি স্বাক্ষর জমা দিয়েছি। তবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দুইজন স্বাক্ষরকারী ঢাকা-৯ আসনের ভোটার নয়, যা আমার পক্ষে বোঝা কঠিন ছিল।'
তিনি আরও বলেন, একজনের ঠিকানা খিলগাঁও এলাকায়, যেখানে ঢাকা-৯ ও ঢাকা-১১ দুটি আসন রয়েছে। স্বাক্ষরকারী নিজের পরিচয় অনুযায়ী ঢাকা-৯ ভোটার ছিলেন। অপরজনের জাতীয় পরিচয়পত্রে ঢাকায় নিবন্ধিত হলেও, কমিশনের অনলাইন ডাটাবেজে তিনি শরিয়তপুরে ভোটার হিসেবে দেখানো হচ্ছে।
উল্লেখ্য, তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামি ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট নিয়ে দল থেকে পদত্যাগ করার পর তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
১২৪ বার পড়া হয়েছে