টাঙ্গাইলে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষায়িত চিকিৎসা পেল প্রায় ২ হাজার মানুষ
শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসাসেবা, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ পেয়েছেন।
স্বেচ্ছাসেবী সংগঠন মরহুম ছমির উদ্দিন মিয়া কল্যাণ সংস্থার উদ্যোগে শুক্রবার (২ জানুয়ারি) উপজেলার সহবতপুর ইউনিয়নের বীর সলিল গ্রামে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সংস্থার আয়োজনে টানা ছয় বছর ধরে প্রত্যন্ত এলাকার চিকিৎসাসেবা বঞ্চিত মানুষের জন্য এ ধরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হচ্ছে। এবারের ক্যাম্পে ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে ফ্রি প্রেসক্রিপশন ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।
চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, বাড়ির কাছেই বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেয়ে তারা উপকৃত হয়েছেন। প্রতিবছর এমন ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করায় গ্রামবাসীসহ আশপাশের এলাকার দরিদ্র মানুষ নিয়মিত চিকিৎসাসেবার সুযোগ পাচ্ছেন।
ক্যাম্পে উপস্থিত ছিলেন মরহুম ছমির উদ্দিন মিয়া কল্যাণ সংস্থার পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সংস্থার পরিচালক ও সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, পরিচালক ও মালয়েশিয়াপ্রবাসী ব্যবসায়ী মো. জোবায়দুর রহমান লিটন এবং উপদেষ্টা সভাপতি এম এ সাত্তারসহ অন্যান্যরা।
সংস্থার পরিচালক ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, “গ্রামের চিকিৎসাসেবা বঞ্চিত মানুষের জন্য কিছু করতে পারা আল্লাহর রহমত। নিজের গ্রামের মানুষের টানে বারবার ফিরে এসে সেবা দিতে পারছি-এটাই আমাদের প্রেরণা। মানুষের কল্যাণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প প্রতিবছরই আয়োজন করা হবে, ইনশাআল্লাহ।”
১০৪ বার পড়া হয়েছে