কুয়াশা ও শৈত্যপ্রবাহে স্থবির রাজধানীর জনজীবন
শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ৪:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানী ঢাকায় শীতের তীব্রতা আরও বেড়েছে। সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা ও হিমেল বাতাস। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় নগরীর বিভিন্ন এলাকা, ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
শুক্রবার (২ জানুয়ারি) ভোর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যায়। কুয়াশার কারণে কোথাও কোথাও দৃশ্যমানতা কমে গিয়ে এলাকাগুলো অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এ অবস্থায় সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।
ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় সড়কে মানুষের উপস্থিতি কিছুটা কম থাকলেও জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষজনকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। কনকনে ঠান্ডা ও হিমেল বাতাসে একাধিক গরম পোশাক পরেও শীতের তীব্রতা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাময়িকভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
ঘন কুয়াশার প্রভাবে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহণ ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
১০৫ বার পড়া হয়েছে