পাবনায় ডিবি পুলিশের আলাদা অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৪ জন আটক
বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনা শহরের তিনটি এলাকায় ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। অভিযানে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও মোট ৬০ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানিয়েছেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশিদুল ইসলামের নেতৃত্বে বুধবার (৩১ ডিসেম্বর) রাতের দিকে মনসুরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, দুটি রিভলবার এবং চার রাউন্ড তাজা কার্তুজসহ আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান মামুন ওরফে বাঙ্গাল মামুন (৪৭) এবং মৃত-কোবাদ শেখের ছেলে আরিফ হোসেন (২৫) কে আটক করা হয়।
একই সময়ে ডিবি পুলিশের অন্য দুটি দল শহরের দক্ষিণ রাঘবপুর এলাকার হাদীউলের ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে। এছাড়া পূর্ব শালগাড়িয়া এলাকার আওয়ালের বাসায় অভিযান চালিয়ে তিন রাউন্ড তাজা গুলিসহ আব্দুস সোবাহানের ছেলে ফিরোজ হোসেন (৩৫) এবং আব্দুর রাজ্জাকের ছেলে রিপন (৩৫) কে আটক করা হয়।
এই পৃথক অভিযানে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। পাবনা জেলা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১১৭ বার পড়া হয়েছে