খালেদা জিয়ার মৃত্যুতে কুয়াকাটায় শোকসভা ও দোয়া মোনাজাত
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ ৪:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকসভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে কুয়াকাটার ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট কর্তৃপক্ষ।
বুধবার (৩১ ডিসেম্বর) আসর নামাজের পর হোটেলটির গ্র্যান্ড ইন হলরুমে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্টের চেয়ারম্যান শামীম সাঈদী। তিনি বলেন, 'বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়ক। তাঁর মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ ও আপোষহীন নেত্রীকে হারিয়েছে।'
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া আলেম-ওলামা ও ইসলামপন্থীদের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন এবং কখনো তাঁদের নিয়ে কটুক্তি করেননি। শামীম সাঈদী তাঁর বক্তব্যে রাজনৈতিক প্রসঙ্গ টেনে বলেন, আপোষহীন এই নেত্রী ও তাঁর পিতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ওপর নির্যাতনের ঘটনা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
শোকসভায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার সভাপতি মাওলানা মো. শহিদুল ইসলাম, কুয়াকাটা পৌর বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন ঘরামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে সাগর সৈকত জামে মসজিদের ইমাম মুফতি মোস্তফা কামাল দোয়া মোনাজাত পরিচালনা করেন। দোয়া মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং পর্যটন খাতের কল্যাণ কামনা করা হয়।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়াকাটা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, মহিপুর প্রেসক্লাব, লতাচাপলী ইউনিয়ন বিএনপি, মহিপুর ইউনিয়ন বিএনপি ও ধুলাসার ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন সংগঠন পৃথকভাবে শোক দিবস পালন করেছে। এসব কর্মসূচিতে মরহুমার জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য বিশেষ দোয়া করা হয়।
১০৫ বার পড়া হয়েছে