চাঁপাইনবাবগঞ্জে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ ৪:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বস্তরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জেলা সদরসহ সব উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্থানে বুধবার বিকেল থেকে এ জানাজা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সদর উপজেলার বারঘোরিয়া সরকারি কবরস্থান মাঠে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন। একই সময় জেলার অন্যান্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও অনুরূপভাবে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও প্রভাবশালী জাতীয় নেত্রীকে হারিয়েছে। গণতান্ত্রিক আন্দোলন ও রাজনীতিতে তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে তারা মন্তব্য করেন।
এ সময় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং আল্লাহ তায়ালার কাছে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিবের প্রার্থনা জানানো হয়। গায়েবানা জানাজা ঘিরে জেলার বিভিন্ন এলাকায় শোকের আবহ বিরাজ করে, যা শান্ত ও মর্যাদাপূর্ণ পরিবেশে দোয়া সমাবেশে রূপ নেয়।
১০৭ বার পড়া হয়েছে