রাজনীতি
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ ও মানিক মিয়া অ্যাভিনিউতে বিপুল মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সাজিয়া আক্তার
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ ও মানিক মিয়া অ্যাভিনিউতে বিপুল মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
সংসদ ভবন এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় জাতীয় পতাকায় মোড়ানো লাশবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়। বিকেল সাড়ে চারটার দিকে একটি বিশেষ বাহনে মরদেহ পৌঁছানো হয় সাবেক রাষ্ট্রপতি ও তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে।
সমাধির নিকটে পৌঁছানোর পর সেনা ও নৌবাহিনীর সদস্যরা কফিন কাঁধে বহন করেন। রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন শেষে জিয়াউর রহমানের সমাধির পাশেই খালেদা জিয়াকে দাফন করা হয়।
এর আগে মানিক মিয়া অ্যাভিনিউতে আজ দুপুর ৩টা ৩ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয় এবং ৩টা ৫ মিনিটে তা সম্পন্ন হয়। জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষের ঢল নামে। এ সময় রাজধানীর বিভিন্ন সড়কে জনসমাগম লক্ষ করা যায়।
১১৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন