জাতীয়
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামীকাল সারাদেশে সাধারণ ছুটি থাকবে।
খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ৬:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামীকাল সারাদেশে সাধারণ ছুটি থাকবে।
মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক গভীর শোকের মধ্যে রয়েছে।
ভাষণে প্রধান উপদেষ্টা দেশের সকল নাগরিককে শান্ত ও সংযত থাকার আহ্বান জানান। পাশাপাশি তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চান।
ঘোষিত রাষ্ট্রীয় শোক পালনকালে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
১২৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন