সিরাজগঞ্জে তীব্র শীতে দুর্ভোগ চরমে, সূর্যের দেখা নেই
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ৫:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
উত্তরের জেলা সিরাজগঞ্জে ঘন কুয়াশা ও টানা শৈত্যপ্রবাহের কারণে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। কয়েক দিন ধরে চলমান শীতে প্রতিদিনই তাপমাত্রা কমছে, সেই সঙ্গে ঘন কুয়াশায় দিনভর সূর্যের দেখা মিলছে না।
বাঘাবাড়ি আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নুর আলম জানান, মঙ্গলবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.০৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টার দিকে তাপমাত্রা আরও কমতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
শীতের প্রকোপ সবচেয়ে বেশি পড়েছে যমুনা নদী তীরবর্তী ও চরাঞ্চলগুলোতে। কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার চর ও তীরবর্তী এলাকায় অন্য উপজেলার তুলনায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। কনকনে ঠান্ডায় এসব এলাকার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
তীব্র শীতে সকাল বেলায় রাস্তাঘাটে মানুষের চলাচলও কমে গেছে। যারা বের হচ্ছেন, তারা শীত উপযোগী ভারী পোশাক ছাড়া বের হচ্ছেন না। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।
এদিকে শীতজনিত দুর্ভোগের সঙ্গে যোগ হয়েছে গরম কাপড়ের সংকট। দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে শীতবস্ত্রের তীব্র অভাব দেখা দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয়রা দ্রুত আরও শীতবস্ত্র বরাদ্দ ও ত্রাণ সহায়তা জোরদার করার দাবি জানিয়েছেন।
১০৭ বার পড়া হয়েছে