সারাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক ও দলের মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যাপক মোস্তাফিজুর রহমান সোমবার দুপুরে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
কলাপাড়ায় ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন দাখিল
মিজানুর রহমান বুলেট, কলাপাড়া
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ১০:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক ও দলের মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যাপক মোস্তাফিজুর রহমান সোমবার দুপুরে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
তিনি কলাপাড়া সহকারী রিটার্নিং অফিসার কাউছার হামিদের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা নাইমুল ইসলাম নাইম, অ্যাডভোকেট মো. নূর হোসেন, উপজেলা শাখার সদস্য মাওলানা হেদায়াতুল্লাহ জিহাদি ও মো. হুমায়ুন কবিরসহ দলীয় নেতাকর্মীরা।
এর আগে রোববার দুপুরে কলাপাড়া সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
১২০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন