বর্ণাঢ্য আয়োজনে বান্দরবান বক্সিং একাডেমির দশ বছর পূর্তি উদযাপন
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ৫:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বান্দরবান বক্সিং একাডেমির দশম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বান্দরবান শহরের চেয়ারম্যানপাড়া নিওম টাওয়ারে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ক্রীড়া কনভেনর অ্যাডভোকেট উবা থোয়াই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. নাসির উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান বক্সিং ক্লাবের চেয়ারম্যান মাহফুজুর রশিদ (বাচ্চু), সাবেক বক্সিং খেলোয়াড় ও দীর্ঘদিন ধরে বান্দরবানের ক্রীড়া-সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ মো. মফিজুর রশিদ এবং বান্দরবান বক্সিং একাডেমির অন্যতম উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী সৌরভ চৌধুরী।
বক্তারা বলেন, দুর্গম পার্বত্য অঞ্চলে বক্সিংকে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার প্রতীক হিসেবে গড়ে তুলতে বান্দরবান বক্সিং একাডেমি গত এক দশকে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। একাডেমিটি শুধু দক্ষ বক্সার তৈরিতেই নয়, বরং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বান্দরবান বক্সিং একাডেমির প্রধান কোচ ও বক্সিং পরিচালক এবি সিদ্দিক। বক্তারা তাঁর অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও নেতৃত্বে একাডেমিটি আজ সুদৃঢ় অবস্থানে পৌঁছেছে বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও পার্সিভিয়ারেন্স কোচিং সেন্টারের কো-ফাউন্ডার মো. আরিফ, পার্সিভিয়ারেন্স কোচিং সেন্টারের ফাউন্ডার হ্যারি শংকর ধর, আন্তর্জাতিক বক্সার নয়ন ত্রিপুরা, জাতীয় পদকপ্রাপ্ত বক্সার আশরাফ আলভী, হারুন, ফরহাদ, গ্লোরি খুমী, প্রীতি ত্রিপুরা, সিং সিং মারমাসহ জেলা দলের হয়ে খেলা বহু বক্সার।
জুনিয়র ও সৌখিন বক্সারদের সক্রিয় অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জুনিয়র বক্সারদের নিরলস পরিশ্রম এবং সিনিয়র বক্সারদের দিকনির্দেশনামূলক ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় সুদূর ইংল্যান্ড থেকে এসে অনুষ্ঠানের ভিডিওগ্রাফির দায়িত্ব পালন করায় ফাহিমকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি শাকিব, শাকিব-২, জয় মং, রূপান্তরসহ ভবিষ্যৎ দিনের স্বপ্ন নিয়ে এগিয়ে চলা সকল জুনিয়র বক্সারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের শেষে আয়োজকরা আশা প্রকাশ করেন, সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে বান্দরবান বক্সিং একাডেমি আগামী দিনগুলোতেও ক্রীড়াঙ্গনে সুনামের সঙ্গে এগিয়ে যাবে।
১১৪ বার পড়া হয়েছে