ছয় গুণীজনকে ‘ফাউন্ডার অ্যাওয়ার্ড’ দিচ্ছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ৬:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদান রাখা ছয়জন বিশিষ্ট ব্যক্তিত্বকে প্রথমবারের মতো ‘এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) ফাউন্ডার অ্যাওয়ার্ড’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সম্মাননা চালু করা হয়েছে।
আগামী ২০২৬ সালের ৪ জানুয়ারি আশুলিয়ায় অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের উপস্থিতিতে নির্বাচিত ব্যক্তিদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজ নিজ ক্ষেত্রে পেশাগত উৎকর্ষতা, নৈতিক নেতৃত্ব এবং দেশ ও মানুষের কল্যাণে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।
এ বছর যাঁরা ‘এইউবি ফাউন্ডার অ্যাওয়ার্ড’ পাচ্ছেন, তাঁরা হলেন— শিক্ষা নেতৃত্ব, গবেষণা ও জ্ঞানচর্চায় অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, সাংবাদিকতা ও মিডিয়া নেতৃত্বে অবদানের জন্য দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান, শিক্ষা নেতৃত্ব ও সামাজিক উন্নয়নে ভূমিকার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এ এন এম এহসানুল হক মিলন, বাংলা সাহিত্য ও একাডেমিক গবেষণায় অনন্য অবদানের জন্য বাংলা একাডেমির চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, সামাজিক সেবায় অবদানের জন্য সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং সামাজিক সেবা ও প্যারেন্টিং শিক্ষায় অবদানের জন্য যুক্তরাজ্যের মুসলিম ও বৃহত্তর কমিউনিটির নেতা এবং মুসলিম কাউন্সিল অব ব্রিটেন-এর সাবেক সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মদ আবদুল বারী।
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে গত তিন দশক ধরে উচ্চশিক্ষা বিস্তার, গবেষণা এবং মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সমাজ ও রাষ্ট্র গঠনে কর্ম ও আদর্শের মাধ্যমে অনুকরণীয় ভূমিকা রাখা ব্যক্তিত্বদের যথাযথ স্বীকৃতি দেওয়া সম্ভব হবে।
৩০তম ফাউন্ডেশন ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, নীতিনির্ধারক, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৬৬ বার পড়া হয়েছে