রাজবাড়ীতে গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত
বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ ৪:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পাংশার কলিমহরে চাঁদাবাজির চেষ্টা চলাকালীন জনগণের গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান অমৃত মণ্ডল ওরফে সম্রাট নিহত হয়েছেন। তার সহযোগি সেলিমকে দুইটি অস্ত্রসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে হোসেনডাঙ্গা এলাকায় স্থানীয়রা সম্রাটকে গণপিটুনিতে আহত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সম্রাটের নামে ইতিমধ্যেই হত্যা, চাঁদাবাজিসহ কয়েকটি মামলা ছিল।
ওসি জানান, সম্রাটের সহযোগি সেলিমকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটারগানসহ আটক করা হয়েছে। নিহত সম্রাটের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
জানা গেছে, সম্রাট দীর্ঘ সময় ভারতে অবস্থান করার পর সম্প্রতি নিজ এলাকায় ফিরে এসে চাঁদাবাজির মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করছিল। মঙ্গলবার রাতেও তিনি তার বাহিনীর সদস্যদের নিয়ে এক বাড়িতে চাঁদার দাবি করলে বাড়ির লোকজন প্রতিরোধ জানায়। এ সময় স্থানীয়রা ডাকাত ডাকাত চিৎকার শুনে সম্রাট ও তার সহযোগিদের আটক করতে গিয়ে গণপিটুনিতে তার মৃত্যু হয়।
১২৩ বার পড়া হয়েছে