তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাবেন ২০ হাজার নেতাকর্মী
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ৪:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসাকে কেন্দ্র করে তাকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানাতে সিরাজগঞ্জ জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। এই কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের জন্য কিছু নিরাপত্তামূলক নির্দেশনাও দিয়েছে জেলা বিএনপি। এর মধ্যে মাস্ক ও হেলমেট না পরার নির্দেশনা উল্লেখযোগ্য।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, দলের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তাকে এক নজর দেখার আশায় ইতোমধ্যে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে ঢাকার উদ্দেশে রওনা হতে শুরু করেছেন। তিনি বলেন, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সবাইকে মুখে মাস্ক ও মাথায় হেলমেট না পরার জন্য বলা হয়েছে।
এ ছাড়া যাতায়াতের পথে পাশে কোনো অপরিচিত ব্যক্তি থাকলে দায়িত্বশীল নেতাকর্মীর মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সাইদুর রহমান বাচ্চু আরও বলেন, সিরাজগঞ্জ থেকে একটি ট্রেন, ১৪০টি বাস, ১০০টি মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। জেলা শহর ছাড়া বাকি আটটি উপজেলা থেকে ১০টি করে মোট ৮০টি বাসের ব্যবস্থা করা হয়েছে। আগামী বুধবার রাত ১১টায় সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া কবরস্থান এলাকায় ৬০টি বাস প্রস্তুত থাকবে। সেখান থেকেই নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু হবে। অন্যদিকে উপজেলা ও থানা সদরের বাসগুলো নিজ নিজ এলাকা থেকে নির্ধারিত গন্তব্যের দিকে রওনা দেবে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জানান, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে প্রায় আড়াই হাজার নেতাকর্মী এবং ১৪০টি বাসে প্রতিটিতে গড়ে ৭০ জন করে নেতাকর্মী ঢাকায় যাবেন। তিনি বলেন, পুরো আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।
১২২ বার পড়া হয়েছে