সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী আমিরুল ইসলামের মনোনয়নপত্র সংগ্রহ
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বেলকুচি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের কার্যালয় থেকে প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন এবং সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুর মান্নান সরকারসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহকালে বিএনপি নেতারা নির্বাচনে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান। অপরদিকে, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও আফরিন জাহান সকল প্রার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।
১২৭ বার পড়া হয়েছে