কলাপাড়ায় শীতকালীন স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ৭:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ৫৪তম শীতকালীন স্কুল ও মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে (পায়রা) উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. কাউছার হামিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্রম হোসেন খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান, খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নাসির উদ্দিন, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহিমসহ কলাপাড়া উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং শরীরচর্চা শিক্ষকগণ।
সভায় প্রতিযোগিতার ইভেন্টগুলোর তালিকা অনুযায়ী অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের লিস্ট, ইভেন্ট পরিচালনাকারী শিক্ষকদের তালিকা, ক্রয় ও অডিট কমিটি, পাশাপাশি প্রতিযোগিতার ভেনু ও তারিখ নির্ধারণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ সভায় বক্তৃতা করে বলেন, 'শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রমের সঙ্গে খেলাধুলা সংযুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি এবং মনোযোগ বৃদ্ধি পায়। তাই তিনি সকল প্রতিষ্ঠান প্রধান ও শরীরচর্চা শিক্ষকদের নিয়মিত প্রাতঃকালীন সমাবেশ এবং খেলাধুলা কার্যক্রম নিশ্চিত করার জন্য অনুরোধ জানান।'
১১৩ বার পড়া হয়েছে