শেষ ওভারের খরচে ম্যাচসেরা হাতছাড়া, তবু তাসকিনের দাপটে শারজার জয়
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ৪:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে শারজা ওয়ারিয়র্জের জয়ে বড় ভূমিকা রাখলেন তাসকিন আহমেদ। শুরুতে দুর্দান্ত বোলিং করে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামালেও শেষ ওভারের খরচে ম্যাচসেরা হওয়ার সুযোগ হারান এই বাংলাদেশি পেসার।
তবু তার আগুনে স্পেলে ভর করেই শেষ বলে নাটকীয় জয় তুলে নেয় শারজা।
আইএল টি-টোয়েন্টির পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দলের লড়াইয়ে চার উইকেট হারিয়ে মৌসুমের তৃতীয় জয় পায় শারজা। এই ম্যাচে তাসকিন চার ওভারে ৪১ রান দিয়ে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। পাঁচ ম্যাচে তার উইকেট সংখ্যা দাঁড়াল ৮-এ।
ইনিংসের শুরুতেই আঘাত হানেন তাসকিন। প্রথম ওভারের শেষ বলে ফিল সল্টকে ক্যাচ বানান তিনি। পরের ওভারে নিজের দ্বিতীয় শিকার হিসেবে ফেরান অ্যালেক্স হেলসকে। পাওয়ার প্লেতে তিন ওভার বোলিং করে মাত্র ১৬ রান খরচে ২ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ শারজার দিকে নিয়ে যান তিনি।
তবে ১৯তম ওভারে ছবিটা বদলে যায়। আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডারের ব্যাটে দুটি করে ছক্কায় ওই ওভারে ২৫ রান দেন তাসকিন। শেষ পর্যন্ত আবুধাবি নাইট রাইডার্স ৯ উইকেটে তোলে ১৩৪ রান।
শারজার হয়ে বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন আদিল রশিদ। তিনি ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া ওয়াসিম আকরাম ৩ ওভারে ১২ রান খরচে শিকার করেন ২ উইকেট।
লক্ষ্য তাড়ায় শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে শারজা। তবে জেমস রিউর দৃঢ় ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে দলটি। অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেন এই ইংলিশ ব্যাটার। শেষ ওভারে ১২ রান দরকার ছিল শারজার। প্রথম বলে চার হাঁকিয়ে সমীকরণ সহজ করেন রিউ। পরে আন্দ্রে রাসেলের ওভারে সিঙ্গেল ও ডাবলসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
২৯ বলের ইনিংসে চারটি চার ও একটি ছক্কা মারেন জেমস রিউ, আর তাতেই শেষ বলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে শারজা ওয়ারিয়র্জ।
১১৯ বার পড়া হয়েছে