সর্বশেষ

জাতীয়বাংলাদেশ মিশনের নিরাপত্তা নিয়ে ভারতীয় হাইকমিশনার তলব
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ডিসি-এসপিদের সঙ্গে ইসির দিকনির্দেশনামূলক বৈঠক
ভারতে শিলিগুড়ি-আগরতলায় বাংলাদেশের ভিসা সেবা সাময়িক বন্ধ
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
আরমানিটোলায় হাজী টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
সারাদেশশৈত্যপ্রবাহে স্থবির উত্তরের জনজীবন, বিপাকে নিম্নআয়ের মানুষ
খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী আটক
আন্তর্জাতিকইরানের সামরিক পদক্ষেপের জবাবে কঠোর হুঁশিয়ারি নেতানিয়াহুর
খেলাশেষ ওভারের খরচে ম্যাচসেরা হাতছাড়া, তবু তাসকিনের দাপটে শারজার জয়
পশ্চিমবঙ্গ

ভারতে শিলিগুড়ি-আগরতলায় বাংলাদেশের ভিসা সেবা সাময়িক বন্ধ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ৩:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ এবং ময়মনসিংহে পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেবাকেন্দ্র ঘেরাও করা হয়েছে।

এর জেরে সোমবার শিলিগুড়ির ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। দিল্লি ও কলকাতার কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

একই দিনে ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী মিশনেও কনস্যুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে। পাশাপাশি আসামের গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ মিশনের ভিসা কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সূত্র জানায়, সোমবার বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা শিলিগুড়ির বাঘাযতীন পার্কে জমায়েত হন। পরে তারা মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশের ভিসা সেন্টারের সামনে অবস্থান নেন। মিছিল থেকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ, দিপু দাস হত্যার বিচার এবং দোষীদের শাস্তির দাবি জানানো হয়।

বিক্ষোভ শেষে আন্দোলনকারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভিসা অফিসে প্রবেশ করে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং প্রতিবাদস্বরূপ ভিসা অফিস সাময়িক বন্ধ রাখার আবেদন জানান। বিক্ষোভ চলাকালে বাংলাদেশের পতাকা সংবলিত ফ্লেক্স ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকায় আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

এদিন কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের সামনেও দফায় দফায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রথমে ‘নাস্তিক মঞ্চ’ নামের একটি সংগঠন বিক্ষোভ করে স্মারকলিপি জমা দেয়। পরে জাতীয় কংগ্রেসের কর্মীরা প্রায় এক ঘণ্টা বিক্ষোভ চালান। এরপর বিজেপি ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ‘হিন্দু সনাতনীরা’ বিক্ষোভে অংশ নেন। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

বিক্ষোভের অংশ হিসেবে কলকাতার বেকবাগান মোড়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করা হয় এবং ড. ইউনূসের কুশপুত্তলিকায় আগুন দেওয়া হয়।

এদিকে, দিপু দাস হত্যার প্রতিবাদে রোববারও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। একই দাবিতে দিল্লি ও ত্রিপুরাতেও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। এর ধারাবাহিকতায় সোমবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন থেকে সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে।
 

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
পশ্চিমবঙ্গ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন