দৌলতপুরে অবৈধ ট্রাক চালকদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৮:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক ও পরিবহন আইন ভঙ্গের অভিযোগে দুটি অবৈধ শেলো ট্রাক চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ এই আদালত পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে মিরপুর থেকে মাটি বোঝাই দুটি ট্রাক দৌলতপুরের দিকে যাচ্ছিল। দৌলতপুর সদর ইউনিয়নের থানাবাজার এলাকায় নিয়মিত টহলরত পুলিশ ট্রলিগুলোকে সন্দেহজনক অবস্থায় আটক করে। চালকরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ট্রলি দুটি জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দুই ট্রাক চালককে ২০ হাজার টাকা করে, মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন - হোগলবাড়িয়া এলাকার রাজু আহম্মেদ (২৬) এবং আল্লার দরগা এলাকার মনিরুল ইসলাম (৩৭)।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, 'সন্দেহজনক অবস্থায় ট্রাক দুটি আটক করা হয় এবং বৈধ কাগজপত্র না থাকায় জরিমানা করা হয়েছে।' নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ বলেন, 'জনস্বার্থ রক্ষা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।'
১৭২ বার পড়া হয়েছে