কুষ্টিয়া-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, বিএনপি প্রার্থী রেজা আহমেদ বাচ্চুর অংশগ্রহণ
রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ৯:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়া-১ (দৌলতপুর) নির্বাচনি আসনে মনোনয়ন ফরম সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে।
রোববার দুপুরে দৌলতপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। এ উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ফরম সংগ্রহ শেষে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। দৌলতপুরবাসীর সহযোগিতায় এলাকার উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি কাজ করতে চান বলে জানান।
এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আমিনুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী বেলাল উদ্দিন আগামী সোমবার মনোনয়ন ফরম ক্রয় করবেন বলে জানিয়েছেন।
দৌলতপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ নির্বাচনি প্রশিক্ষণে থাকায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ জানান, এখন পর্যন্ত কুষ্টিয়া-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলায় মোট ১৩৫টি ভোটকেন্দ্র রয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার, যার মধ্যে ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণ ভোটার প্রায় ৯৬ হাজার।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
১৫৩ বার পড়া হয়েছে