স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম
শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদিকে শেষ বিদায় জানানোর পর শাহবাগে জড়ো হন ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার আগে শাহবাগে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা। তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে রোববার (২১ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টায় আবারও শাহবাগ অবরোধ করা হবে।
এর আগে একই দিনে ইনকিলাব মঞ্চ স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকেও ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়। শরিফ ওসমান হাদির জানাজার ঠিক আগে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
এসময় তিনি কোনো ধরনের সহিংস কর্মসূচিতে অংশ না নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ইনকিলাব মঞ্চ থেকেই সব সিদ্ধান্ত ও কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি অভিযোগ করেন, হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি। পাশাপাশি খোদাবক্স চৌধুরীর কাছে আগামী এক সপ্তাহে সরকারের করণীয় সম্পর্কে জনগণকে স্পষ্টভাবে জানানোর দাবি জানান তিনি।
এদিকে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শহীদ শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।
নামাজে জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। জানাজা শেষে মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কবরস্থানে নেওয়া হয়।
১১৯ বার পড়া হয়েছে