দৌলতপুরে ভুয়া প্রশাসনিক পরিচয়ে অর্থ আদায়ের চেষ্টা, উপজেলা প্রশাসনের সতর্কতা
শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ১২:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরসহ জেলার বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে সহকারী কমিশনার (ভূমি) পরিচয় দিয়ে শিল্পপ্রতিষ্ঠান ও ইটভাটা থেকে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রশাসনের প্রাথমিক ধারণা, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র এ কর্মকাণ্ডে জড়িত।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, এয়ারটেল অপারেটরের ০১৬২৪৯৮২০৬১ নম্বর থেকে ফোন করে নিজেকে দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পরিচয় দেওয়া হয়। একই সঙ্গে কুষ্টিয়া জেলা প্রশাসকের রেফারেন্স দেখিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে টাকা দাবি করা হয়। বিষয়টি জানাজানি হলে তা প্রশাসনের নজরে আসে।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ তার ভেরিফায়েড ফেসবুক পেজ ‘এসিল্যান্ড দৌলতপুর’-এ দেওয়া এক সতর্কবার্তায় জানান, উক্ত নম্বর থেকে ফোন করে অর্থ দাবি করার সঙ্গে উপজেলা প্রশাসনের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, এটি প্রতারক চক্রের অপকর্ম বলে ধারণা করা হচ্ছে এবং বিষয়টি ইতোমধ্যে আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, উপজেলা প্রশাসনের নাম ব্যবহার করে কেউ অর্থ দাবি করলে বিভ্রান্ত না হয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী অথবা উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
এদিকে, দৌলতপুরের কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, তাদের কাছে এ ধরনের কোনো ফোনকল আসেনি। তারা অর্থ দাবির কোনো ঘটনার সম্মুখীন হননি বলেও দাবি করেন।
এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ বলেন, এখন পর্যন্ত কোনো ভুক্তভোগীর লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। তবে সতর্কতার অংশ হিসেবে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
অন্যদিকে, অভিযোগে উল্লেখিত এয়ারটেল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
১৪২ বার পড়া হয়েছে