জানাজার পর শাহবাগ অভিমুখে মিছিলের ডাক ইনকিলাব মঞ্চের
শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ৮:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই বিপ্লবী শহিদ শরিফ ওসমান হাদির জানাজা শেষে শাহবাগের দিকে মিছিল নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে হাদির জানাজা নামাজের আগে দেওয়া বক্তব্যে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন। জানাজা শেষে হাজারো মানুষের ঢল শাহবাগের উদ্দেশে রওনা হয়।
বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের বলেন, 'আমরা এখানে কান্না করতে দাঁড়াইনি, ভাইয়ের বদলা নিতে জানাজায় দাঁড়িয়েছি।' তিনি অভিযোগ করেন, হাদির ওপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি।
এ সময় তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর কাছে গত এক সপ্তাহে নেওয়া সরকারি পদক্ষেপ সম্পর্কে জনগণকে অবহিত করার দাবি জানান।
এর আগে জানাজায় সংক্ষিপ্ত বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা। তিনি শহিদ হাদির রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান। এরপর বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। সবশেষে শহিদ হাদির বড় ভাই বক্তব্য দেন এবং তিনিই জানাজার নামাজে ইমামতি করেন।
১১৬ বার পড়া হয়েছে