সারাদেশ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের সাধুহাটি চামটাইল মোড়ে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিএপি, ইউরিয়া ও এমওপি সার উদ্ধার করা হয়েছে।
শৈলকুপায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সার জব্দ
শৈলকুপা প্রতিনিধি
শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ৮:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের সাধুহাটি চামটাইল মোড়ে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিএপি, ইউরিয়া ও এমওপি সার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে সেনাবাহিনী ও উপজেলা কৃষি বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শৈলকুপা সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর আসিফ মোস্তফার নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের সময় চামটাইলপাড়া মোড়ে অবস্থিত মেসার্স ফারুক এন্টারপ্রাইজের (স্বত্বাধিকারী ওমর ফারুক) বাসাবাড়ি, নিজ দোকান ও গুদাম তল্লাশি করে ৩২ বস্তা ডিএপি, ২৫ বস্তা ইউরিয়া এবং ১০ বস্তা এমওপি সার জব্দ করা হয়। এসব সার অবৈধভাবে মজুদ করা হয়েছিল বলে জানান কর্মকর্তারা।
উদ্ধারকৃত সার সরকারি বিধি অনুযায়ী সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে বলে উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। অভিযানকালে উপসহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৩৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন