সারাদেশ
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মহেশপুরে ১২শ' পিস ইয়াবাসহ আটক ৩, নগদ টাকা ও মোটরসাইকেল জব্দ
এইচ এম ইমরান, ঝিনাইদহ
শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ৮:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার যুগিহুদা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- যুগিহুদা গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী লাইলি বেগম, তার ছেলে লিমন হাসান এবং পার্শ্ববর্তী জলিলপুর গ্রামের মেহেদি হাসান জিসান।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দেলোয়ার হোসেনের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুত রয়েছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় বাড়ির মালিক দেলোয়ার হোসেন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তার স্ত্রী, ছেলে ও এক সহযোগীকে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক বিক্রির নগদ ৮ লাখ ৪ হাজার ৮৭০ টাকা এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
১০৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন