সারাদেশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদীর হত্যাকাণ্ডের প্রতিবাদে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
এনায়েতপুরে হাদী হত্যার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল
স্বপন মির্জা, সিরাজগঞ্জ
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ ৫:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদীর হত্যাকাণ্ডের প্রতিবাদে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
শুক্রবার জুম্মা নামাজ শেষে এনায়েতপুর থানা শিবিরের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি এনায়েতপুরের মন্ডলপাড়া এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা হত্যার বিচার ও আগ্রাসনবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন এনায়েতপুর থানা শিবিরের সাবেক সভাপতি আব্দুস সালাম, সাবেক সেক্রেটারি রেদোয়ান আহমেদ, বর্তমান সভাপতি মাসুদ রানা, সেক্রেটারি আহমেদ সাদ, ফয়সাল খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
১০৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন