হাদী হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ ৪:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
হাদী হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের বড়পুল মোড় থেকে জুলাই বিপ্লবী ছাত্র সমাজ ও সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীপুর এলাকায় অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলার মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল, আহ্বায়ক মীর মাহমুদ সুজন, মুখপাত্র রাজীব মোল্লা, মিরাজুল মাজীদ তূর্য এবং জাতীয় নাগরিক পার্টি রাজবাড়ী জেলার যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন।
বক্তারা বলেন, হাদী হত্যাকাণ্ড একটি নৃশংস ও নির্মম অপরাধ। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বাড়বে।
তারা আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অন্যথায় জনগণ নিজেদের নিরাপত্তার দাবিতে রাজপথে নামতে বাধ্য হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।
১০৯ বার পড়া হয়েছে