সারাদেশ
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ট্রাক্টরের চাপায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
চিলমারীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ ৮:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ট্রাক্টরের চাপায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (আজ) সকাল ৯টার দিকে উপজেলার সিনেমা হল মোড় সংলগ্ন বজরা–গামী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি থানাহাট ইউনিয়নের সমাজপাড়া গ্রামের বাসিন্দা নছিম উদ্দিন দেওয়ানী (৭০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং অল্প সময়ের মধ্যেই মারা যান।
ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক্টরটিকে ধাওয়া দিলে সেটি চিলমারী উপজেলার শাহজাহান মিয়ার একটি ইটভাটায় আশ্রয় নেয়।
এ বিষয়ে চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১৭৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন