সর্বশেষ

জাতীয়ফেসবুকে ছড়ানো তথ্যের কোনো ভিত্তি নেই, হাদির অবস্থা সংকটজনক : চিকিৎসক
অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি
নির্বাচন নিয়ে প্রতিবেশীদের নসিহত গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা
ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা ইস্যুতে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তলব
রাজধানীর ইসলামপুরে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
বিদেশগমন প্রক্রিয়ায় দুর্নীতি ও হয়রানি কমেছে: আসিফ নজরুল
ছেঁড়া ও পোড়া নোট বদলে মূল্য ফেরতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৪৫ হাজার
হাদি হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামির বাবা–মা গ্রেফতার
টিসিবিতে ৩৬ জেলায় নতুন পরিবেশক নিয়োগ, আবেদন শুরু
ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবি, ৫৯ বাংলাদেশিসহ ৬১ জন উদ্ধার
সারাদেশগাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার
ঈশ্বরদীতে জমি সংক্রান্ত বিরোধে বিএনপি নেতা নিহত
মাগুরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল গ্রেপ্তার
হাদির ওপর হামলায় ‘ব্যবহৃত’ পিস্তলসহ গুলি নরসিংদী থেকে উদ্ধার
আন্তর্জাতিকফিলিস্তিনিসহ ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
খেলানিজের সর্বোচ্চ মূল্যে দল পেয়ে আইপিএল নিলামে ইতিহাস গড়লেন মুস্তাফিজ
জাতীয়

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে চালকের মুক্তিপণ দাবি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ৪:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
সরকারের এক যুগ্ম সচিবকে তাঁর নিজস্ব সরকারি গাড়ির ভেতর চার ঘণ্টা জিম্মি করে ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরিয়ে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে ওই গাড়ির চালকের বিরুদ্ধে।

টাকা আদায়ের উদ্দেশ্যে এই ঘটনা ঘটান চালক আবদুল আউয়াল (৪০)। পরে পরিকল্পনা কমিশন প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভুক্তভোগী যুগ্ম সচিব মাকসুদা হোসেন পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগে কর্মরত। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ধানমন্ডির বাসা থেকে সরকারি গাড়িতে কর্মস্থলের উদ্দেশে রওনা দেন তিনি। কিন্তু পরিকল্পনা কমিশনে না গিয়ে চালক গাড়িটি ভিন্ন পথে নিয়ে যান। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র এলাকা থেকে গাড়ি বিজয় সরণি হয়ে মহাখালী, বনানী ও বিমানবন্দর সড়কের দিকে যেতে থাকে।

এ সময় গাড়ির গন্তব্য পরিবর্তন নিয়ে প্রশ্ন করলে চালক কোনো জবাব দেননি বলে জানান মাকসুদা হোসেন। পরিস্থিতি বুঝতে পেরে তিনি এক সহকর্মীকে বিষয়টি জানান এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেওয়ার চেষ্টা করেন। তবে চালক জোর করে তাঁর মুঠোফোন কেড়ে নিয়ে বন্ধ করে দেন এবং গাড়ির দরজা লক করে দেন বলে অভিযোগ করেন তিনি।

এরপর চালক গাড়ি নিয়ে উত্তরা দিয়াবাড়ি, বেড়িবাঁধ হয়ে সাভারের হেমায়েতপুরের দিকে যান। পরে আবার গাড়ি ঘুরিয়ে দারুস সালামসহ ঢাকার বিভিন্ন এলাকায় ঘোরান। দুপুরের দিকে গাড়িটি পরিকল্পনা কমিশনের সামনে নিয়ে আসা হয়।

মাকসুদা হোসেন জানান, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের মাঠে গাড়ি থামিয়ে চালক তাঁর মায়ের চিকিৎসার কথা বলে ছয় লাখ টাকা দাবি করেন। তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা দিতে বলেন। তখন তিনি অফিসে গেলে টাকা দেওয়ার কথা বলেন। এরপর চালক তাঁকে পরিকল্পনা কমিশনের ভেতরে নিয়ে আসেন। সেখানেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আবদুল আউয়ালকে আটক করেন।

পরে তাঁকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, অভিযুক্ত চালকের বিরুদ্ধে অপহরণের মামলা করার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় প্রশাসনের শীর্ষ পর্যায়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো গাড়িটি ট্র্যাক করছিল বলে জানা গেছে। পরিকল্পনা বিভাগের সচিব শাকিল আখতার জানান, অভিযুক্ত চালক মাদকাসক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত মাকসুদা হোসেন বলেন, চালকের আর্থিক প্রয়োজন থাকলে তিনি সরাসরি জানাতে পারতেন। তাঁকে জিম্মি করে চার ঘণ্টা শহরের বিভিন্ন সড়কে ঘোরানো ছিল সম্পূর্ণ অপ্রয়োজনীয় ও ভয়ংকর অভিজ্ঞতা।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন