সারাদেশ
মাগুরার প্রবীণ মুক্তিযোদ্ধা ও নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ মাগুরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুন্সী রেজাউল হক (৮৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাগুরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল গ্রেপ্তার
রূপক আইচ, মাগুরা
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
মাগুরার প্রবীণ মুক্তিযোদ্ধা ও নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ মাগুরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুন্সী রেজাউল হক (৮৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মাগুরা শহরের পারনান্দুয়ালী মুন্সীপাড়া মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে বের হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরিবার সূত্রে জানা গেছে, মাগুরা সদর থানা পুলিশের একটি দল তাকে হেফাজতে নেয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নাশকতার অভিযোগে তদন্তাধীন একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে এবং রাতেই তাকে আদালতে পাঠানো হবে।
তবে মুন্সী রেজাউল হকের কন্যা অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন মালতি অভিযোগ করে বলেন, তার পিতার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলেও তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে।
১২৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন